পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী

 জিবিনিউজ24ডেস্ক//      

পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে জায়গা পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে দলটির হয়ে প্রচারে নামেন মিঠুন। কিন্তু এরপরে বেশ কিছুদিন তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সফর করেন মিঠুন। এবার তাকে রাজ্যের দলীয় শীর্ষ কমিটিতে জায়গা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেন নড্ডা। তালিকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মিঠুনের নামও রয়েছে।

এবার মোট ২৪ জনের কোর কমিটি তৈরি করেছেন জেপি নড্ডা।

রাজ্য বিজেপির নেতারা বলছেন, অতীতে এত বড় কোর কমিটি ছিল না। নতুন এই কমিটিতে সাবেক রাজ্য সভাপতি হিসেবে যেমন রাহুল সিংহ রয়েছেন, তেমনই নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। রাজ্যের নেতা হিসেবে আগের কমিটিতেও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এবারও তিনি রয়েছেন। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

২৪ জনের কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং চার জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় এবং আশা লাকরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন