মৌলভীবাজারে ৪ ডাকাত আটক, মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ডাকাতির ঘটনায় পুলিশ ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৪টি দা,২টি রামদা, ১টি তলোয়ার, ১টি কিরিছ,১টি ছুরি, ১টি হাত করাত এবং লুণ্ঠনকৃত ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোনসহ নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং এ এই তথ্য জানানো হয়। গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন তেরা ব্রিজ এর মুজিবউর্তি এলাকায় ১৪/১৫জন চলমান গাড়ি থামিয়ে ডাকাতি করে। এরপর গত ২৯ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৬। মামলাটি কমলগঞ্জ থানা ও মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথভাবে তদন্ত করে সিলেট বিভাগের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ডাকতরা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজারের বশির আহমেদ (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আবুল হোসেন (৩৫), মৌলভীবাজার জেলার কুলাউড়ার আলালপুর গ্রামের কইনুল ইসলাম (২৫) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার সবুজ মিয়া (৫০)। আসামীদের ৭দিনের জন্য রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রেস ব্রিফিং জানানো হয়, লাউয়াছড়া জাতীয় উদ‍্যান এলাকায় ১০ কিলোমিটার দুর্গম রাস্তা। এ ছাড়া এই রাস্তায়া অসংখ‍্য মোড় রয়েছে। এই দীর্ঘ রাস্তায় বৈদ‍্যুতিক সুবিধা অপ্রতুল। অন‍্যদিকে পুলিশের শুধুমাত্র একটি টহল গাড়ি রয়েছে। পুলিশ যথাসাধ‍্য চেষ্টা করে যাচ্ছে যাতে সড়কে চলাচলকারীদের নিরাপত্তা বিধান করতে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মো. নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার  সুদর্শন কুমার রায়সহ মৌলভীবাজার ও কমলগঞ্জের পুলিশ কর্মকর্তাবৃন্দ প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন