সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রকাশনা ‘হৃদয়ে রক্তক্ষরণ’ এর মোড়ক উন্মোচন

আনসার আহমেদ উল্লাহ

গত রবিবার, ১৬ অক্টোবর, পূর্ব লন্ডনের মাইক্রবিজনেস পার্কে সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বাধিন বাংলাদেশের মহান স্থপতি,  সর্বকালের সর্বস্রেস্ট বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ম্যগাজিন ‘হৃদয়ে  রক্তক্ষরণ’ এর মোড়ক উন্মোচন অনুস্টিত হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি সাবেক মেয়র সেলিম উল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান ও  ডক্টর আনিছুর রহমান আনিছের যৌথ সঞ্চালনায় অনুস্টিত অনুস্টানে প্রধান অতিথি  বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং মুল্যবান বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সায়েদা মুনা তাসনিম, বিশেষ অথিতি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংঘটনের সম্মানিত সভাপতি মিঃ হিউ  বার্নস । সভায় বক্তারা বলেন, একক মুজিবের নেতৃতে এবং ডাকেই স্বাধিন বাংলাদেশের সৃষ্টি। মুজিব ছিলেন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাঙ্গালীর স্বাধিকার আদায়ের সর্বজন স্বীকৃত একক নেতা।

অনুস্টানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন জনাব গোলাম হুসেন আবাব। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার এবং সকল শহিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরজাহান মুক্তা, টাওয়ার হ্যামলেটস্ এর কালচার এন্ড রিক্রিয়েশন লিড কাউন্সিলর ইকবাল হুসেন, জার্মানি থেকে আগত একুশে পদক প্রাপ্ত লেখক নাজমুন নাহার পিয়ারি, টাওয়ার হ্যামলেটস্ সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, যুক্তরাজ্য আওয়ামীলীগের  সাংগঠনিক  সম্পাদক আব্দুল আহাদ চৌধুরি, ব্যরিস্টার জাহেদ উদ্দিন, জামাল খান, ব্যারিস্টার এনাম হুসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, যুক্তরাজ্য জাসদের ট্রেজারার রেদওয়ান খান, বেথনাল্গ্রিন এন্ড ব  লেবার দলের সহ সভাপতি হামিদা ইদ্রিস, ইসট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, লন্ডন যুব লীগের প্রতিস্টাতা সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, নিমাই মিয়া, সয়েদ জামান নাসের, আব্দুস সাত্তার,  আব্রাব হুসেন বাচ্চু। অনুষ্টানে আরোও উপস্থিত ছিলেন নাজনীন শিখা, বঙ্গবন্ধু লেখক ফোরামের শাহ বেলাল, শাহাব আহমেদ বাচ্চু সহ আরও অনেকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন