প্রতীক পেলেন ওমানীনগর উপজেলা নির্বাচনের ১৬ প্রার্থী

জিতু আহমদ, ওসমানীনগর::
আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণা নেমেছেন প্রার্থীরা।
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় দুই প্রার্থী এবং একজন স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি তিনি পেয়েছেন দলীয় প্রতীক (নৌকা)। খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী দলীয় প্রতীক (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পেয়েছেন (ঘোড়া) প্রতীক। 
ভইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা) প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা) প্রতিক, জুয়েল মিয়া(টিউবওয়েল) প্রতীক, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার আহমদ (বই) প্রতীক, মৌলানা আব্দুল বাছিত (মাইক) প্রতীক, আলী হোসেন রানা (উড়োজাহাজ) প্রতীক, খন্দকার মাসুম আহমদ পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) প্রতীক । 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী পেয়েছেন (সেলাই মেশিন) প্রতীক,  জানাহার বেগম (কলস) ও ছানারা বেগম পেয়েছেন (ফুটবল) প্রতীক।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
নির্বাচন কমিশন ঘোষিত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।
প্রসঙ্গত: ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে মোট ১৬ জন প্রার্থী ৬ অক্টোবর শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন । গত ১০ অক্টোবর মনোনয়ন পত্র বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষনা করা হয়। বাতিল হওয়া ৫ প্রার্থীর মধ্যে আপিলের মাধ্যমে ৩জন মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন