জিবিনিউজ24ডেস্ক//
বলিউডে তাপসী পান্নুর রাগ বেশ পরিচিত। হঠাৎ রেগে গিয়ে দু’চার কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। অনুরাগী বা পাপারাৎজি হোক, তাপসী চটেছেন তো বিপদ! পছন্দ করেন না উল্টোপাল্টা প্রশ্ন করা, ছবি তোলার জন্য ‘ঘ্যান ঘ্যান’ করাও অপছন্দ।
সে কারণেই আয়ুষ্মান খুরানার বাড়ির দিওয়ালি পার্টিতে তিনি যখন পৌঁছালেন ভয়ে ভয়ে চিত্রগ্রাহকরা তার কাছ ঘেঁষতেই কেউ এক জন বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ। জবাবে তিনি বললেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাব না! সহজ ব্যাপার।
এর পরে উৎসবের আমেজ ছুঁয়ে গিয়েছিল তাপসীকেও। ভিতরে ঢুকে যাওয়ার আগে পাপারাৎজির অনুরোধে ক্যামেরায় পোজ দিলেন এক বার। তখনই তার উদ্দেশে মন্তব্য ভেসে আসে। না, তিনিও রেগে যাননি সত্যি। শুধু সাবধান করে দিলেন। জানান, ভালো হয়ে থাকলে তিনিও ভালোই ব্যবহার করবেন।
সম্প্রতি থ্রিলার ছবি ‘দোবারা’-তে দেখা গেছে তাপসীকে। মূল স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর হিন্দি সংস্করণ সেটি। আগামী দিনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’-তে দেখা যাবে তাকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন