গ্রেটার সাসেক্স বিএন পির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

gbn

সম্প্রতি বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহীদুল ইসলাম শাওন, আব্দুল আলিম এবং যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এবং বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুকিতের ছেলে মাহির মুকিতের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাসেক্সে। গ্রটার সাসেক্স বিএনপির উদ্যোগে  ১২ অক্টোবর, বুধবার রাতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইস্ট সাসেক্সের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সাসেক্স বিএনপির অভিভাবক এবং চার বারের নির্বাচিত কাউন্সিলার, সাবেক ডেপুটি মেয়র মোঃ হারুন মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানি সোহেল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত। শিবলু সাদিকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলার আলী হায়দার, কাউন্সিলার গৌছ চৌধুরি, ইলিয়াস হোসেন, আমির হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম, গোলাম আহমদ শামীম, নূরুল আমিন, সৈয়দ আকবর আলী, আকমল আলী, শাহ্ জাহান সাজু, মনির উদ্দিন রানা, জহুর মিয়া, সোহেল  আহমদ, মোছলেহ্ উদ্দিন, হাবিব হোসেন, সদরুল আলম, রুমেল আহমেদ প্রমূখ। সভায় বক্তাগন মাহির মুকিত সহ যারা ইন্তেকাল করেছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ্পাক যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, সে কামনা করেন। এছাড়া বিগত দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময়, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্যের জন্যে দায়া করা হয়। পরিশেষে মাওলানা এনামুল হক কামালির মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন