জিবিনিউজ24ডেস্ক//
‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ সিনেমায় রানি লক্ষ্মী বাঈ, ‘থালাইভি’-তে জয়ললিতা এবং ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্র। কঙ্গনা রানাউত এবার নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
উনিশ শতকের কিংবদন্তি মঞ্চাভিনেত্রী নটী বিনোদিনীর চরিত্রে এবার দেখা যাবে কঙ্গনাকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘পরিণীতা’-খ্যাত পরিচালক প্রদীপ সরকার। তবে সিনেমাটি নটী বিনোদিনীর জীবনীচিত্র কি না তা এখনও স্পষ্ট নয়।
এ পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। কিন্তু এই প্রথম কোনো বাঙালি ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে তাকে।
কঙ্গনা জানিয়েছেন, আমি প্রদীপ সরকারের একজন গুণমুগ্ধ। এ রকম একটা সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আর প্রদীপ সরকার এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, কঙ্গনাকে নিয়ে ছবিটা করছি, এটুকুই এখন বলতে পারি। বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হওয়া বাকি। তাই কবে থেকে শুটিং শুরু করতে পারব এখনই জানি না। মুম্বাইয়ে শুটিং তো হবেই। সব ঠিক থাকলে কলকাতায় ছবির কিছু অংশের শুটিং করার ইচ্ছা রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন