হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকে এর আত্মপ্রকাশে সাংবাদিক সম্মেলন

জিয়া তালুকদার (বার্মিংহাম থেকে)
লণ্ডন, ২১ অক্টোবর : হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকে এর গঠন প্রক্রিয়া বিগত তিন বছর আগে শুরু হলেও বিশ্বেব্যাপী করোনার আক্রমণের কারনে গঠন প্রক্রিয়া স্থবির ছিল। গত ১৬ অক্টোবর, রবিবার বার্মিংহামের এমটি ক্যাটারিং হলে এক অনাড়ম্বর নৈশভোজ ও সাংবাদিক সম্মেলনের মাধ্যেমে এর নতুন ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির আত্মপ্রকাশ করে।
সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মুন্তাকিম, ট্রেজারার মইনুল ইসলাম চৌধুরী, সহকারী ট্রেজারার জিয়া তালুকদার, কার্যনির্বাহী সদস্য শমশেদ বক্ত চৌধুরী, মোহাম্মদ মারুফ আহমেদ, রহমত আলী, এম এ মাসুদ, এবি চৌধুরী অপু, উবায়দুল কবির খোকন, সাহেদ আহমেদ, রাজু আহমেদ, জুবায়ের আহমেদ, খন্দকার শাহজাহান ও লিটন গনি।
ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মুন্তাকিম সংগঠনের মুল কার্যক্রম ও লক্ষ্যের লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ও লিখিত বক্তব্যে তারা বলেন, এই সংগঠন একটি অরাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। হবিগঞ্জের দুস্থ, মেধাবী ছাত্রছাত্রী, মানষিক প্রতিবন্ধী, বয়স্ক, গৃহহীন অস্বচ্ছল মানুষের কল্যাণে কাজ করবে। যারা আর্থিক অবস্থার কারনে লেখাপড়া করতে পারছেনা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী, সেক্রেটারি এম এ মুন্তাকিম ও সহ ট্রেজারার জিয়া তালুকদার।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার মঈনুল ইসলাম চৌধুরী, শমশেদ বক্ত চৌধুরী, মোহাম্মদ মারুফ আহমেদ, রহমত আলী, এম এ মাসুদ, এবি চৌধুরী অপু, উবায়দুল কবির খোকন প্রমুখ।
এছাড়া যাদের সম্মানে সাংবাদিক সম্মেলনের আয়োজন সেসব সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যাণ্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ, বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমেদ, এটিএন বাংলা ইউরোপের বুরোচীফ কায়সারুল ইসলাম সুমন, চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান, এলবিটিভির ব্যুরোচীফ সাহিদুর রহমান সুহেল, বিঅন টিভির ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল জলীল, বাংলা ভয়েস পত্রিকার সাব এডিটর ও বাংলা মেইল পত্রিকার জিয়া তালুকদার, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি বদরুল আলম, দেশ বিদেশ পত্রিকার বার্মিংহাম প্রতিনিধি সোহেল আহমেদ চৌধুরী, বাংলামেইলের প্রতিনিধি ও ই নিউজের সম্পাদক সৈয়দ নাদির আহমেদ, স্বাধীনদেশের সম্পাদক উবায়দুল কবীর, বাংলামেইলের বার্মিংহাম প্রতিনিধি এবি চৌধুরী অপু ও বাংলামেইলের বাহার উদ্দিন, এবং সদ্য বাংলাদেশ থেকে ইউকেতে আগত ছাত্রছাত্রীরা।
নৈশভোজের মধ্যদিয়ে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন