বিপিএলে রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের নওয়াজ

জিবিনিউজ24ডেস্ক//     

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত, শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। যে কারণে প্রায় মাস তিনেক আগে থেকে শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় যুক্ত রয়েছে রংপুর রাইডার্সের নাম। দলটি তাদের দলে ভিড়িয়েছে পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। 

রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সে পোস্টের নওয়াজের ছবি যোগ করে তারা লিখেছে, ‘স্বাগতম নওয়াজ! জয়ের লড়াইয়ের গর্জন হবে বিপিএল জুড়ে।’

গত বিপিএলে খেলেনি ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। তবে আসছে আসরে স্বমহিমায় ফিরে আসছে রংপুরের দলটি। সেই খবর দলটি জানিয়ে দেয় নিজেদের ফেসবুক পাতায়। গতকাল দলটি জানায়, ‘জয়ের লড়াইয়ে আমরা আবারো আসছি মাঠে। রাইডার্স আর ব্যাক! দেখা হবে বিপিএলে।’

এর আগে গতকাল বুধবার এবারের আসরের প্রথম দল হিসেবে বিপিএলের লোগো উন্মোচন করে সিলেট সিক্সারস। রাজধানীর অভিজাত এক হোটেলে সিলেট দল ঘোষণা করেছে তাদের আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নাম। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন