ধর্ষকদের আশ্রয় না দিয়ে দ্রুত গ্রেফতার করে বিচারে মৃত্যুদন্ড কার্য্যকর করুন:খেলাফত মজলিস যুক্তরাজ্য 

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর পৈশাচিক নির্যাতন ও শ্লীলতাহানি সহ ধর্ষকদের বিচারের দাবিতে খেলাফত মজলিস যুক্তরাজ্যের নেতৃবৃন্দের বিবৃতি।

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর পৈশাচিক নির্যাতন ও শ্লীলতাহানি সহ সকল ধর্ষকদের বিচারে শাস্তির আহবান জানিয়ে বিবৃতি প্রদান করছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে যেভাবে গণধর্ষণ ও নারীদের উপর পৈশাচিক নির্যাতন ও শ্লীলতাহানি চলছে তাতে স্বাধীন দেশের জনগন আজ হতবাক এবং লজ্জিত। 

তাঁরা বলেন দেশে নারীদেরকে ধর্ষন ও নারীর প্রতি নির্যাতন সহ সহিংসতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। স্বাধীন বাংলাদেশ আজ ছাত্রলীগের গণধর্ষণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শ কে কলংকিত করেছে। 

সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে নব বধুকে গণধর্ষনের রেশ কাটতে না কাটতেই নোয়াখালির বেগমগন্জে একজন নারীকে স্বামীর সামনে বিবস্ত্র করে নির্যাতন ও তার শ্লীলতাহানির ভিডিও ধারন করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে ধর্ষক কুলাঙ্গার বাদল ও দেলোয়ার গ্রুপ। এই অসহায় নারীর সম্ভ্রম রক্ষার আর্তনাদে আমাদের হৃদয় নিরূদ্ধ এবং কন্ঠ আজ বাঁকরুদ্ধ। 

দেশে এখন ধর্ষণ আর ধর্ষকদের বর্বরতায় পাক-পরাধীনতা কে হার মানাচ্ছে। সেই সময় পাক-বর্বরতায় এ দেশের অনেক নারী সম্ভ্রম হারিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে তাদের ইজ্জত। তার চেয়ে এগিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে সেই পাশবিক নারী নির্যাতন আর ধর্ষণ পুনরাবৃত্তি এবং অব্যাহত থাকায় বর্তমান ক্ষমতাশীল দল ধর্ষণের সেঞ্চুরী অর্জন করেছে। 

নেতৃবৃন্দ বলেন, আজ পর্যন্ত কোন দুর্নীতি, আপরাধ সহ কোন ধর্ষকের বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান হয় নাই।

নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি করে বলেন জনগণের জান মালের নিরাপত্তা সহ ধর্ষকদের আশ্রয় না দিয়ে দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের মাধ্যমে মৃত্যুদন্ড কার্য্যকর করার আহবান জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন