জিবিনিউজ24ডেস্ক//
শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শুরুর দিনেই অজি অধিনায়ক এ্যারন ফিঞ্চ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথমেই বোলিং নেওয়ার কারণ হিসেবে অজি অধিনায়ক ফিঞ্চ জানান, বোলিং করতে যাচ্ছি আমরা। খেলা চলতে থাকলে উইকেট আরও ভালো হয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করলেই আপনি চাপ অনুভব করবেন। স্মিথ, আগার, রিচার্ডসন ও গ্রিন এই চার জন খেলছেন না আজ।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন