মৌলভীবাজার প্রতিনিধি\ সরকার নির্ধারিত দামে চিনি বিক্রয় করা ও ন্যায্য মূল্যে চিনি প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার,শেরপুর বাজারসহ বিভিন্ন স্থানে চিনির বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল শনিবার ২২ অক্টোবর উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে চিনি বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারে অবস্থিত সানি ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মাহদি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার, শেরপুর বাজারসহ বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে খোলা চিনির সরকার নির্ধারিত দাম কেজি প্রতি ৯০ টাকা এবং প্যাকেট কেজি প্রতি ৯৫ টাকা থাকলেও অতিরিক্ত দামে চিনি বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযানে খুচরা ব্যবসায়ী বলছে পাইকারী ব্যবসায়ী দাম বেশি নিচ্ছে। পাইকারি ব্যবসায়ী বলছে কোম্পানি দাম বেশি নিচ্ছে। এছাড়াও খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় করা এবং ক্রয় ভাউচার যথাযথ ভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন