মৌলভীবাজারে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি ::

 ‘‘দাবী মোদের  একটাই নিরাপদ সড়ক চাই’’এ শ্লোগান  নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ উপলক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ অক্টোবর) রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারে আয়োজনে মৌলভীবাজার সদও উপজেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪টি বিদ্যালয়ে একযোগে স্ব স্ব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত । গত (২২ অক্টোবর) শনিবার সরকারি ছুটি থাকার কারনে ২৩ অক্টোবর রবিবার দিবসটি যথাযথভাবে পালন করা হয়। 


বিদ্যালয়গুলো হলো শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল কুরআন মাদ্রাসা, বারহাল সরকারিপ্রাথমিক বিদ্যালয়, আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়,আমতৈল উচ্চ বিদ্যালয়, আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুশহালপুর দাখিল মাদ্রাসা, হাজী আব্দুর রাজ্জাক এন্ড ওয়ারিছ উচ্চ বিদ্যালয়, কাগাবলা জামিয়া আরাবিয়া মাদ্রাসা, লামা কাগাবলা সরকারিপ্রাথমিক বিদ্যালয়, বরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবার হাট বাজার উচ্চ বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমশেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন চমৎকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী মোঃ মুজেফর ইসলামি একাডেমী, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সড়ক নিরাপত্তা দিবসের মানববন্ধন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় ইউপি মেম্বার, বাজার কমিটির সদস্য ও সি আর এসজির সদস্যগন উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন