রুবেল আহমেদ,মৌলভীবাজার প্রতিনিধি||
সুন্দর সমাজ গঠনের জন্য মাদকমুক্ত জাতি চাই, আসুন মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে,যুব সমাজ ও শিক্ষার্থীদের সচেতনতামূলক বিষয়ক মাদক বিরোধী সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে আজ (২৪ অক্টোবর) সোমবার,মৌলভীবাজার জেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর মঈন উদ্দিন একাডেমিতে।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সায়েদ আলীর সভাপতিত্বে ও জাগ্রত তারুণ্য মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক হায়দার আলী নয়ন এর সঞ্চালনায় বিকাল ০৪: ঘটিকায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সাবরিনা রহমান বাঁধন নির্বাহী অফিসার সদর উপজেলা মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখতার উদ্দিন আহমেদ,চেয়ারম্যান ৭নং চাঁদনীঘাট ইউপি, মোহাম্মদ রবিউল হক অফিসার ইনচার্জ (তদন্ত)মডেল থানা মৌলভীবাজার, এম.এ আব্দুল্লাহ মিয়া ভারপ্রাপ্ত সভাপতি ৭নং চাঁদনীঘাট ইউপি আওয়ামীলীগ,সৈয়দ মশাহিদ আলী সাধারণ সম্পাদক ৭নং চাঁদনীঘাট ইউপি আওয়ামীলীগ,কাঞ্চন দেব সাব ইন্সপেক্টর মডেল থানা মৌলভীবাজার, হালিম উদ্দিন হালিম সভাপতি জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার,এম.এ রুমান আহমদ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখা,মোঃ শওকত আহমদ মেম্বার চাঁদনীঘাট ইউপি,মোঃ আবুল মিয়া মেম্বার চাঁদনীঘাট ইউপি, শ্রী বিজিতা রাণী দত্ত সন্ধ্যা মহিলা মেম্বার চাঁদনীঘাট ইউপি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা মোহন বেগ,উপদেষ্টা জাগ্রত তারুণ্য মৌলভীবাজার, মোঃ সুহেল আহমদ সহ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা, শেখ লিয়াকত আলী সভাপতি জাগ্রত তারুণ্য মৌলভীবাজার, কামরুল ইসলাম মুন্না সভাপতি চাঁদনীঘাট ইউপি যুবলীগ, জুবায়ের আহমদ রাজু, মঈন উদ্দিন একাডেমি প্রগ্রাম ম্যানাজার তুলি বেগম, সালাউদ্দিন, আজিজুর রহমান সিবলু সমাজ সেবক, রাব্বি আহমদ, ফাহিম খান প্রমুখ।
উক্ত মাদক বিরোধী সভা আয়োজন করে জাগ্রত তারুণ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও মৌলভীবাজার আভাস সমাজ কল্যাণ সংস্থা, মৌলভীবাজার এবং সার্বিক সহযোগিতায় মঈনউদ্দিন একাডেমি, মৌলভীবাজার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন