জিবিনিউজ24ডেস্ক//
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়া দলের। প্রথম ম্যাচে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার পার্থে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে অজিরা। ইতোমধ্যে টস হয়েছে, যেখানে টস জিতে প্রথমে ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক এ্যারন ফিঞ্চ। ফলে ব্যাটিংয়ে নামবেন দাসুন শানাকার দল।
টস হেরে ফিল্ডিংয় নেওয়ার কারণ হিসেবে ফিঞ্চ বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব, এটি এই কন্ডিশনে সেরা কৌশল এবং আমরা এখন টুর্নামেন্টে খুব বেশি দূরে ভাবতে পারি না। অ্যাডাম জাম্পা অসুস্থতা নিয়ে আউট, তার স্থলাভিষিক্ত অ্যাশটন আগার।’
শ্রীলঙ্কা একাদশ : পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন