চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে গহবধু অপহরণ ও গণধর্ষণ মামলায় গ্রেফতার ২

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধুকে (৩০)অপহরণের পর গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ২ আসামীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোহালবাড়ি গ্রামের শাহাবুদ্দিন (২৫) ও একই গ্রামের অসেন(৩৫)। পলাতক রয়েছেন মামলার প্রধান  আসামী ও উপজেলার খালেআলমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন(৩০)। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬’অক্টোবর) বিকেলে ভোলাহাট থানার অফিসার ইনচার্য(ওসি) মাহবুবুর রহমান এবং মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও খানার পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন জানান, গত  শনিবার (৩’অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে একটি আমবাগানে নিয়ে ৩ জন গণধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করেছেন নির্যাতিতা।
এ ঘটনায় পরদিন রোববার দিবাগত গভীর রাতে (৫’অক্টোবর) ওই ৩ জনকে আসামী করে নিজেই মামলা করেন গৃহবধু। এর পরপরই পুলিশ ২ জনকে গ্রেফতার করে সোমবার(৫’অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।একই সাথে ওই নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতােেল পাঠানো হয়। পুলিশ জানায়,মামলার তদন্ত চলছে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন