খাবার নিয়ে ভারতের অভিযোগ খতিয়ে দেখছে আইসিসি

  জিবিনিউজ24ডেস্ক//

অস্ট্রেলিয়ান মুল্লুকে মাঠের সময়টা ভালো কাটলেও মাঠের বাইরের অনেক বিষয়ে বিরক্ত ভারতীয় দল। চার তারকা হোটেলে রাখার কারণে রোহিত শর্মাদের ক্ষোভের কথা আগেই শোনা গিয়েছিল। এবার সে আগুনে ঘি ঢেলেছে আইসিসির দেয়া খাবার। খাবারের মান খারাপ হওয়ায় মঙ্গলবার অনুশীলনের পর আইসিসির দেওয়া খাবার খায়নি ভারতের খেলোয়াড়রা। 

ফ্যালাফেল (মসলা মাখা ছোলা), ফল আর স্যান্ডউইচ— তাও আবার ঠাণ্ডা! অনুশীলনে ঘাম ঝরানোর পর এমন খাবার পছন্দ হয়নি রোহিত শর্মার দলের। তবে অভিযোগ আসার কয়েক ঘণ্টা পর সেটা খতিয়ে দেখার ঘোষনা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

তবে প্রতিবাদ করে ভারতীয় দল খাবার খায়নি এমন অভিযোগকে মিথ্যা বলছেন আইসিসির এক কর্মকর্তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটাররা প্রতিবাদ জানিয়ে খাবার খাননি এমনটা নয়। কেউ কেউ ফল খেয়েছে। কিন্তু সকলে মধ্যাহ্নভোজ চাইছিল। সেই কারণে হোটেলে ফিরে গিয়ে খেয়েছে তারা।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় দল খাবার নিয়ে আমাদের বলেছে। আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে। খুব তাড়াতাড়ি সব ঠিক করে দেওয়া হবে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার সিডনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রোহিত-রাহুলরা। প্রস্তুতি পর্ব সারার পর ভারতীয় দলের খেলোয়াড়রা ফিরে দেখেন, তাদের জন্য অপেক্ষা করছে স্যান্ডউইচ, ফল ও ফালাফেল। বিশ্বকাপে সব দলের অনুশীলনের পরই রাখা হচ্ছে এই খাবার।

এই খাবার দেখেই মূলত না খেয়ে হোটেলে ফেরেন খেলোয়াড়রা। ভারতের স্থানীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, খাবার গরম ছিল না বলেই এই অসন্তোষ খেলোয়াড়দের।

তিনি বলেন, ‘আসলে আইসিসি গরম খাবারের ব্যবস্থা করছে না। দ্বিপাক্ষিক সিরিজের সময় অন্য দেশের বোর্ড ক্রিকেটারদের জন্য গরম খাবার রাখে। কিন্তু আইসিসি সব দেশের খেলোয়াড়দের জন্য একই খাবার রাখে। কিন্তু দুই ঘণ্টা ধরে মাঠে কঠোর অনুশীলনের পর শসা, টমেটো এবং অ্যাভাকেডো দিয়ে ঠাণ্ডা স্যান্ডউইচ নিঃসন্দেহে যথেষ্ট খাবার নয়।’

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে, অনুশীলনটা শেষ হয়েছে প্রায় দুপুরের শেষ দিকে। খেলোয়াড়দের সবাই ভরপেট মধ্যাহ্নভোজের আশা করছিলেন তখন। সেটা না পাওয়াতেই এই অসন্তোষ তাদের।

বিসিসিআইয়ের সেই কর্তা জানান, ‘এটা বয়কট নয়। কিছু খেলোয়াড় ফল আর ফালাফেল নিয়েছেন। তবে সবাই সেখানে একটা মধ্যাহ্নভোজের আশা করছিলেন। সে কারণেই তারা হোটেলে খুব বেশি কিছু না খেয়ে ফিরে গিয়েছেন।’

অস্ট্রেলিয়ায় দলকে যেমন আতিথেয়তা দেওয়া হচ্ছে, তাতে ভারতীয় দলের অভিযোগ ছিল আগে থেকেই। এর আগে হোটেল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খেলোয়াড়রা। অনুশীলন ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে পাঁচ তারকা হোটেলে রাখা হয়। ভারতীয় দলকে রাখা হয়েছিল চার তারা হোটেলে। তা নিয়েও ক্ষোভ ছিল রোহিত শর্মাদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন