সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের জামতলা এলাকায় বাংলাদেশের জনগণের জন্য জরুরী ত্রাণ কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮শ’ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেণ,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর মিসবাহ্ এমপি। এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর মিসবাহ্ এমপি বলেন,আপনাদের সেবা করে যেতে চাই। সেই জন্য আপনাদের সহযোগিতা আমার দরকার।আমি গরীবের সন্তান, আমি গরীব মানুষের দুঃখ-কষ্টের কথা জানি। সততা ও ন্যায়ের পথে থেকে আপনাদের জন্য কাজ করব। আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। ওয়ার্ল্ড ভিশন সারাদেশেই কাজ করছে। সম্প্রতি সুনামগঞ্জের তাদের কার্যক্রম শুরু হয়েছে। এটা আনন্দের সংবাদ। তবে শুধু সহায়তা নয়, হাওর পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিবে সংস্থাটি সে আশা করি। এসময় উপস্থিত ছিলেন, পৌর সভার মেয়র নাদের বখত,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির,জেলা শিশু বিষয়ক কমকর্তা বাদল চন্দ্র বমণ,সুনামগঞ্জ সদর সমাজ সেবা অফিসার মো.শাহীনুর আলম,পৌর সভার প্যানেল মেয়র আহমেদ নুর, কাউন্সিলর সামিনা চৌধুরী মনি,আবাবিল নুর,সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রটেশশন অফিসার অপূর্ব চিসিম, উত্তম চক্রবর্তী, উত্তম হালদার ও ম্যানাজার স্টিপ তাপস চিসিম। উল্লেখ্য.-সুনামগঞ্জ পৌর সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮শ’ পরিবারের মাঝে চাল ২০কেজি,সবজী তেল ২লিটার,মশুর ডাল ২ কেজি,চিরা ১ কেজি,মুগ ডাল ২ কেজি,ছোলা ৩ কেজি,লবণ,চিনিসহস্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন