সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখনজি'র সাথে ব্রিটিশ-বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

gbn

জিবি নিউজ ||

বিগত  বাইশে অক্টোবর 2022, শনিবার সন্ধ্যায় ইস্ট   লন্ডনের একটি রেস্টুরেন্টে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এম সি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান ও সাবেক ভাইস প্রিন্সিপাল এবং সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখনজি'র সাথে  ব্রিটিশ-বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের স্মৃতিচারণমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব আবু হোসেনের সভাপতিত্বে এবং  জেনারেল সেক্রেটারি  জনাব   সিরাজুল বাসিত চৌধুরী'র পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয় ।  জনাব শাহিন খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয। সভাপতির স্বাগত বক্তব্যের পর ফুলের তোড়া  দিয়ে  শ্রদ্ধেয় প্রফেসর আখনিজকে অভ্যর্থনা জানানো হয় । উক্ত সভায়  উপস্থিত বক্তারা  তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এবং শ্রদ্ধেয় প্রফেসর  আখনজি'র বক্তব্য তারা খুব মনোযোগ সহকারে  শুনেন। মতবিনিময় সভায়  প্রফেসর  আখনজি  তার  দায়িত্বে  থাকা কালিন সময়ে এম সি কলেজ  এবং  সিলেট সরকারি মহিলা কলেজের বিভিন্ন অভিজ্ঞতা ও উন্নয়নমুলক কাজের  বর্ণনা   প্রদান  করেন। বিশেষ  করে তার সময়ে মহিলা কলেজের বিভিন্ন উন্নয়নের কথা শুনে সবাই অভিভূত হন এবং   এসব কাজের ভূয়শী প্রশংসা করে  তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন । 


 বক্তারা এ দেশের শিক্ষাব্যবস্থা ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মতবিনিময় কালে বৃটেনের  বাংলাদেশি বংশোদ্ভূত  শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের একটা  সেতুবন্ধন  তৈরি করার অভিব্যক্তিতে সবাই সম্মত হন, আর  এরই ধারাবাহিকতায় বৃটেনের একটি গার্লস স্কুলের সাথে সিলেটের একটি গার্লস স্কুলের সেতুবন্ধন এর ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন বলে জনাব আখনজি আশ্বাস প্রদান করেন।
উপস্থিত বক্তারা   প্রফেসর আখনজির অভিজ্ঞতার আলোকে তার অবসরকালীন জীবনে দেশে নৈতিকতা ভিত্তিক ও বাস্তব মুখী শিক্ষা বিস্তারে  আরো অবদান রাখবেন এমন আশাবাদ ও ব্যক্ত করেন। 
অবসর জীবনে তার সুখ-সমৃদ্ধি  ও সুস্বাস্থ্য কামনা করে এসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন-  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব  মমিতুর রেজা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জনাব মুজিবুল হক মনি, ট্রেজারার জনাব মিসবাহ উদ্দিন আহমদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি  জনাব  কানিজ আশরাফী, অর্গানাইজিং সেক্রেটারি  জনাব  আব্দুল মুক্তাদির,  প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী  জনাব  মোহাম্মাদ  শাহজাহান, এক্সিকিউটিভ মেম্বার  জনাব  রেহানা রহমান, এক্সিকিউটিভ মেম্বার  জনাব  সাবিতা সামসাদ এবং  এক্সিকিউটিভ মেম্বার  জনাব  শাহিন খান প্রমুখ ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন