জিবিনিউজ24ডেস্ক//
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকো শহরে এই দম্পতির একটি বাড়ি রয়েছে। পল ও ন্যান্সি এই বাড়িতেই থাকেন। শুক্রবার ভোরবেলার দিকে এক আততায়ী বাড়ির জানালা ভেঙে ঢুকে পল পেলোসির ওপর হামলা চালায় বলে এএফপিকে জানিয়েছে স্যান ফ্রান্সিসকো পুলিশ।
ন্যান্সি অবশ্য এ সময় বাড়িতে ছিলেন না। পার্লামেন্টের সংক্রান্ত কাজে রাজধানী ওয়াশিংটন ছিলেন তিনি।
ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যাম্মিল এক বিবৃতিতে বলেন, ‘আজ (শুক্রবার) ভোর বেলা এক ব্যক্তি পেলোসি দম্পতির স্যান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। হামলাকারীকে ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং কী কারণে এই হামলা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।’
‘সেই সঙ্গে পল পেলোসিকে হাসপাতালে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাকে সর্বোৎকৃষ্ট চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, পল পেলোসি দ্রুতই সুস্থ্য হয়ে উঠবেন।’
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট পার্টির জেষ্ঠ্য নেত্রী ন্যান্সি পেলোসি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হওয়ার সুবাদে বর্তমান মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ক্ষমতা ও গুরুত্বের হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের পরেই তার স্থান।
তার স্বামী ৮২ বছর বয়স্ক পল পেলোসি একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। গত মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আদালত তাকে ৫ দিন কারাবাসের আদেশ দিয়েছিলেন।
কী কারনে এই হামলা ঘটল তা এখনও পরিষ্কার নয়। পেলোসি পরিবারের সদস্যরাও এ বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাচ্ছে না উল্লেখ করে বিবৃতিতে ড্রিই হ্যাম্মিল শুক্রবারের বিবৃতিতে বলেন, ‘হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। ন্যান্সি পেলোসি এবং তার পরিবারের সদস্যরাও এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে আগ্রহী নন। তবে ঘটনার সঙ্গে সঙ্গে পল পেলোসিকে হাসপাতালে নিয়ে যাওয়ায় নিরাপত্তা কর্মকর্তা ও কর্মীদের প্রতি স্পিকার ন্যান্সি পেলোসি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন