অক্ষয়কে বিয়ে না করার কারণ জানালেন রাভিনা

  জিবিনিউজ24ডেস্ক//     

হিন্দি সিনেমায় নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি ছিল অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডন। অক্ষয়ের সঙ্গে বলিউডের একাধিক সিনেমাতে অভিনয় করেছেন রাভিনা। কাজ করতে গিয়ে আক্কির সঙ্গে তার সম্পর্ক গভীর হতে থাকে। অনস্ক্রিন প্রেমের ছোঁয়া বিস্তৃত হয়ে অফস্ক্রিনেও ধরা দেয়। জানা যায়, ১৯৯৪ সালে ‘মোহরা’ সিনেমার শুট চলাকালীন অক্ষয়ের সঙ্গে রাভিনার ঘনিষ্ঠতা বাড়ে।

সে সময় তাদের সম্পর্কটা ছিল ‘ওপেন সিক্রেট’। এমনকি শোনা গেছে, তারা নাকি বাগদানও সেরে ফেলেছিলেন। কিন্তু এতদূর এগিয়েও শেষ পর্যন্ত কেন ভেঙে গেল অক্ষয়-রাভিনার সম্পর্ক?

সে সময় রাভিনা ছাড়া আরও তিন-চারজন নায়িকার সঙ্গে অক্ষয়ের অন্তরঙ্গতা তৈরি হয়েছিল, এমনটাই অভিযোগ রাভিনার! সম্পর্ক ভেঙে দিয়ে প্রাক্তনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন তিনি নিজেই। বিভিন্ন সাক্ষাৎকারে অক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছেন রাভিনা। বলেছেন, ‘অক্ষয় আমার সঙ্গে একাধিকবার বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাকে বিয়ে করিনি।’

‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্যে অক্ষয়-রাভিনা

‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্যে অক্ষয়-রাভিনা

রাভিনার কথায়, তিনি অক্ষয়কে বহুবার ক্ষমা করে দেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটাতে থাকেন বলিউডের ‘খিলাড়ি’। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। যে কারণে তিনি সে সময় এই সম্পর্ক টিকিয়ে না রেখে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাই উচিত বলে মনে করেছিলেন। পরবর্তীকালে শিল্পপতি অনিল থাডানির সঙ্গে তার আলাপ হয়। অক্ষয়ের মোহ কাটিয়ে অনিলের সঙ্গে ঘর বাঁধেন রাভিনা।

তবে বিয়ের অনেক আগেই মা হয়েছিলেন রাভিনা ট্যান্ডন। দত্তক নিয়েছিলেন দুই সন্তান। ২১ বছর বয়সে তিনি দুই কন্যাসন্তানকে নিজের মেয়ের স্বীকৃতি দেন। রাভিনার যখন ২১, তার বড় মেয়ে দত্তককন্যা ছায়ার বয়স ছিল ১১। পরে পূজাকেও দত্তক নেন তিনি। এরপর অনিলকে বিয়ে করে রাভিনার সংসারে দুই ছেলে-মেয়ে হয়। যাদের নাম রণবীর বর্ধন এবং রাশা। রাভিনার বড় মেয়ে দত্তককন্যা ছায়ার বিয়েও হয়ে গেছে এবং তার এক সন্তানও রয়েছে। তাই মাত্র ৪৮ বছর বয়সেই দিদা হয়ে গিয়েছেন রাভিনা।

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি ‘আরণ্যক’ নামক ওয়েব সিরিজি দিয়ে আবারও পর্দায় ফিরেছেন রাভিনা। এখন ডান্স রিয়ালিটি শোগুলোতেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। চলতি বছর ‘কেজিএফ ২’ দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন