আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো বেশি বেশি যিকির করা: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

gbn

লতিফিয়া কারী সোসাইটি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বিশেষ খানকা মাহফিল অনুষ্ঠিত

হাফিজ মাছুম আহমদ দুধরচকী ||

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, যিকির মানুষের অন্তরের কালিমা দূর করে। যিকির বান্দাকে আল্লাহমুখী করে। এর মাধ্যমে মনে প্রশান্তি লাভ করা যায়। রুটিন মাফিক যিকির করা আল্লাহ ওয়ালাদের নিয়মিত ওযিফা। ইদানিং আমাদের সমাজে বিভিন্ন শব্দে আল্লাহ তায়ালার যিকির নিয়ে প্রশ্ন উঠেছে, আপত্তি উঠেছে। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রশ্নগুলোর অবতারণা করছেন, যা অপ্রাসঙ্গিক এবং মোটেও কাম্য নয়। তাদের প্রতিটি আপত্তির দালিলিক উপযুক্ত জবাব আমাদের কাছে রয়েছে। মূলত তারা মানুষকে যিকির থেকে বিমুখ করতে চান অথচ আল্লাহর প্রিয় বান্দাদের জীবনের অন্যতম প্রধান কাজই ছিল মানুষকে যিকিরের মাধ্যমে আল্লাহমুখী করা, কেননা বান্দার জন্য যিকিরই হলো আল্লাহ’র নৈকট্য লভের অন্যতম মাধ্যম। সুতরাং আমাদের উচিৎ হবে সর্বদা আল্লাহর যিকর জাবানে ও কলবে জারী রাখার সর্বাত্মক চেষ্টা করা।

২৮ অক্টোবর, (শুক্রবার) বাদ মাগরিব, বুড়িচং দরবার শরীফ জামে মসজিদে অনুষ্ঠিত খানকা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

লতিফিয়া কারী সোসাইটি কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন ফকির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং দরবার শরীফ এর পীর ছাহেব মাওলানা মোঃ আব্দুল জাব্বার, কুমিল্লা মেডিকেল এর রেসিডেন্ট সার্জন ডাক্তার মোঃ সাইদুল আনোয়ার, ইঞ্জিনিয়ার নাইমুল হাসান খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুহিবুর রহমান, শ্রীপুর ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

অন্যান্যের মধ্যে আরো বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল মান্নান, পীর যাত্রাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ভূঁইয়া, লতিফিয়া কারী সোসাইটি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালেশিয়ার পি এইচডি গবেষক মাওলানা মো. খালেদ হোসেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কেন্দ্রীয় অফিস সহকারী মাওলানা ইকবাল হোসাইন, দারুসসালাম মাদানিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জসিম উদ্দিন, সিরাজিয়া ইসলাময়া সুন্নিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম নিজামী, আবিদপুর গাউসুল আযম আলিম মাদরাসা আরবি প্রভাষক মাওলানা আব্দুস সালাম আজাদী, কসবা মেহারী ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মো. সাইফুল ইসলাম, শ্রীপুর ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুজিবুর রহমান, খাড়াতাইয়া ফাযিল মাদরাসার ইবতেদায়ী প্রধান মাওলানা নাজমুল হাসান জাহাঙ্গীর, মাওলানা ফেরদাউস আহমদ, মাওলানা রেজাউল করিম খান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মিনহাজুল আবেদীন ও মাওলানা বাবুল হোসেন, নোয়াখালী, প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন