রেফারি কনসালটেন্ট আনছে বাংলাদেশ

জিবিনিউজ24ডেস্ক//  

গত মৌসুম জুড়ে আলোচনায় ছিল রেফারিং। এক সময় বিদেশি রেফারি আনার পরিকল্পনা ছিল। মাঝে ভিএআর প্রযুক্তি ব্যবহারের আলোচনাও হছিল। সেই দুই পরিকল্পনা থেকে সরে এসে আসন্ন মৌসুমের আগে ভিন্ন পথে হাটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠানে বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক রেফারিং প্রসঙ্গে বলেন, ‘আমরা একজন রেফারি কনসালটেন্ট আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাদের রেফারিদের তৈরি করবেন এবং রেফারির সামগ্রিক বিষয়াদি দেখবেন।’

সাবেক ফিফা রেফারি আজাদ রহমান বাফুফের হেড অফ রেফারিজ হিসেবে রয়েছেন। রেফারি কনসালটেন্ট আসার পরও তিনি থাকবেন। রেফারি কনসালটেন্টের ব্যাপারে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আরো একটু তথ্য দিয়ে বলেন, ‘সর্বশেষ বোর্ড সভায় রেফারিং নিয়ে আলোচনা হয়েছে। তখন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই বছরের জন্য রেফারি কনসালটেন্ট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার কাজ করা এবং অভিজ্ঞতাসম্পন্ন একজনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কনসালটেন্ট বাংলাদেশের রেফারিদের উন্নয়নে কাজ করবেন।’

বাফুফেতে আর্থিক বিষয়াদি নিয়ে মাঝে কিছু প্রশ্ন ছিল। এজন্য বাফুফে ফিফার মাধ্যমে একজন কনসালটেন্ট এনেছেন। রেফারিং কনসালটেন্ট হয়তো আসতে পারেন শীঘ্রই। রেফারি কনসালটেন্ট এনে উন্নতির পাশাপাশি রেফারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্বাধীনতা নিশ্চিত করাও বাফুফের দায়িত্ব বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন