জিবিনিউজ24ডেস্ক//
লিবিয়া হয়ে অবৈধভাবে বাংলাদেশিদের ইতালিতে যাত্রার সমস্যা সমাধানে দেশটির ত্রিপোলিতে নিযুক্ত রাষ্ট্রদূত জিউসেপ বুচ্চিনোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান।
গত রোববার (৩০ অক্টোবর) ইতালির রাষ্ট্রদূত বুচ্চিনোর সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় অবৈধ অভিবাসন ঠৈকাতে এ সহযোগিতা চান বাংলাদেশি দূত।
রাষ্ট্রদূত শামীম-উজ-জামান ইতালির রাষ্ট্রদূতকে দুর্দশাগ্রস্ত বাংলাদেশি অভিবাসীদের দুর্দশার বিষয়ে বিস্তারিত আলাপ করেন। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের প্রশংসা করেন এবং যৌথভাবে অপপ্রচার বন্ধ করা, বিশেষ করে তরুণদের বিপদ ও ঝুঁকি সম্পর্কে সংবেদনশীল করার প্রচেষ্টা পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত বুচ্চিনোকে জানান, বাংলাদেশ তৈরি পোশাক খাত, জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে সঠিক অভিবাসন, জনশক্তি খাতে সম্ভাব্য সহযোগিতা, কনস্যুলার সংক্রান্ত চ্যালেঞ্জ এবং সমাধান ইত্যাদি বিষয়ে মতবিনিময় করে।
ইতালির রাষ্ট্রদূত জানান, ইতালি লিবিয়ায় বেশ কয়েকটি প্রকল্প হাতে নিচ্ছে। এর মধ্যে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন এবং লিবিয়ায় মোটরওয়ে বিল্ডিং, যেখানে বাংলাদেশি জনশক্তি নিয়োগ করা যেতে পারে।
দুই রাষ্ট্রদূত লিবিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার এবং প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন