নবীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ||

- নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের সভা কক্ষে ডিজিটাল উদ্ভাধনি মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্ভোধনি সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপজেলা স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহী, আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন, আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শাহীন আক্তার, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম সহ আরো অনেকেই। এছাড়া ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারী শিক্ষকসহ ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, আগামী ৯ নভেম্বর নবীগঞ্জে ১ দিনব্যাপী ডিজিটাল ও উদ্ভোধনী মেলা অনুষ্টিত হবে। এ মেলাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ষ্টল নিয়ে অংশ করবে। 
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন