প্রতিনিধি/ওসমানীনগর ||
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে দলীয় পদ হাড়িয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির ৪ জন। স্বতন্ত্র মোড়কে তিন পদে অংশ নিয়েও কেউই নির্বাচনে বিজয়ী হতে না পারায় মান কুল সবই হারিয়েছেন তারা। চেয়ারে থেকেও চেয়ার হারিয়েছেন বিএনপির নেতা-নেত্রী। বিএনপি দলীয় ভাবে এই নির্বাচনে অংশ না নিলেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেন ৪ প্রার্থী।
জানা গেছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ওসমানীনগর উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচনের আগের দিনগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক পত্রে তাদের দল থেকে বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিস্কার হন। যদিও তিনি গত ১৭ অক্টোবর সিলেট জেলা বিএনপির দ্বায়ত্বশীরদের হাতে পদত্যাগ পত্র জমা দেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি গয়াছ মিয়া উপজেলা ভাইস চেয়াম্যান ও নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিলে বহিস্কার হন তিানও।
একই পদে অংশ নিয়ে দল থেকে বহিস্কার হয়েছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া। বর্তমান ভাইস চেয়ারম্যান থেকে নির্বাচনে অংশ নিয়ে পদ হারিয়েছেন মুসলিমা আক্তার চৌধুরী। তিনি উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্বে ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন