সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে লন্ডনে সংবর্ধনা প্রদান

আব্দুর রশিদ সিনিয়র রিপোর্টার | জিবি নিউজ লন্ডন ||

যুক্তরাজ্য সফররত সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্যারকে লন্ডনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউকেতে বসবাসরত আকঞ্জি স্যারের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের ‘চিলড্রেন এডুকেশন সেন্টারে’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদ। এমসি কলেজের সাবেক শিক্ষার্থী রিংকু দে এবং আব্দুর রশিদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর, এমসি কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান তাফাদার। অনুষ্ঠানে প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্যারের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

এসময় স্যারের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্যারের সাথে তাদের নানা স্মৃতি উল্লেখ করে বলেন, স্যার হলেন সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় স্যারদের মধ্যে অন্যতম। তারা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আগত স্যারের সাবেক সহকর্মীগণ স্যারের সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তারা স্যারের শিক্ষা দানের পদ্ধতির প্রশংসা করেন। সহকর্মী হিসেবেও প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি অতুলনীয় ছিলেন বলে তারা উল্লেখ করেন। প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর আকঞ্জি স্যারের ছাত্র জীবন সম্পর্কেও আলোকপাত করেন। অনুষ্ঠানে আগত স্যারের মাধ্যমিক বিদ্যালয়ের ছোট ভাই ডঃ রোয়াব উদ্দিন জানান, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ক্লাস এইটের বৃত্তি পরীক্ষায় তিনি তৎকালীন সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পান।
সংবর্ধিত অতিথি হায়াতুল ইসলাম আকঞ্জি স্যার তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। তিনি তাঁর চাকুরি জীবনের নানা স্মৃতি কথা সবার সামনে তুলে ধরেন। বিশেষ করে এমসি কলেজ এবং প্রিন্সিপাল হিসেবে তাঁর সর্বশেষ কর্মস্থল সিলেট সরকারি মহিলা কলেজে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। তাঁর সম্মানে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক এবং উপস্থিত তাঁর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। স্যার বলেন, আজকের দিনটি স্যারের জন্যে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তিনি তাঁর সকল শিক্ষার্থীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।


অনুষ্ঠানের সভাপতি এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদ স্যারের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্যার সবাইকে গান শুনান। এসময় স্যারে ছাত্র বিনায়ক দেব জয় এবং স্যারের ছাত্রী রিংকু দে সঙ্গীত পরিবেশন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে স্যারের ছাত্রছাত্রীদের মধ্যে উপিস্থত ছিলেন, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মোহাম্মদ তাউস মিয়া, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন সুহেল, আজিজুল হক, বিনায়ক দেব জয়, সলিসিটর কাওসার হোসেন কোরেশী, মখলিসুর রহমান, আখলাকুর রহমান, আব্দুর রকিব চৌধুরী, মোহাম্মদ মোতালেব মিয়া, ব্যারিস্টার চৌধুরী সুলতান মন্টি, মোহাম্মদ কামাল উদ্দিন, ইফতেখার চৌধুরী জাকির, হাফিজ আলম, একেএম সালেহ উদ্দিন শাহীন, রিংকু দে, সায়েমা ইসলাম, মোহাম্মদ জিবার হোসেন, জাকির হোসেন, কাওসার মাহফুজ, মিসবাহ উদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান, এম.এ ফাত্তাহ, ইমরানুল হক রাসেল, আতিকুল হোসেন চৌধুরী, মানিক মোহাম্মদ, এনাম চৌধুরী, বুলবুল, জাহেদ আহমদ, ওবায়দুল হক, সোহেল আহমদ, জাকির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, রাজীব দাস, মোহাম্মদ আব্দুল মতিন, সোহেল আহমদ অনীক সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন