সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ আ্যওয়ার্ড-২০২২ অনুষ্ঠিত হয়। এ বছর দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ১৩৪ জন কবি ও লেখককে দেয়া হয় এই আ্যওয়ার্ড।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ আ্যওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, কবি শাহীন রেজা, লেখক, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি্র সাবেক রেজিস্টার, কবি, প্রাবন্ধিক, গবেষক ও অনুবাদক কে. এম আব্দুল মোমিন , রেডটাইমস পত্রিকার সম্পাদক কবি সৌমিত্র দেব এবং একাত্তর টিভির সংবাদ উপস্থাপক ফারজানা করিম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান ও ঢাকা সাহিত্য পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক জিয়াউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার পরিচালক মেহবুবা হক রুমা। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারী ছিলেন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, কবি, সংগঠক জায়েদ হোসাইন লাকী।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে আনা বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তি ও সংগঠনকে এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২২ পেলেন যারা তারা হলেন;
কথাসাহিত্যিতে:লিনা রহমান, সমাজসেবায় তাহেরা আখতার চৌধুরী , জান্নাতুন নাঈম সংগঠক (হাত বাড়িয়ে দাও), মায়িশা ফওজিয়া হক (চিত্রশিল্পী), আইভী মামুন (উদ্যোক্তা, সৌখিন), আওলিয়া খানম টুলটুল (কথাসাহিত্যিক), সাফিকা নাসরিন মিমি (কণ্ঠশিল্পী), রাবেয়া খাতুন স্মৃতি (ছাদবাগান-ঢাকা), আতিকুর রহমান মি মিঠু (ছাদবাগান-গাজিপুর), অরনী হোসেন অথৈ (চিত্রশিল্পী), সাঈদা নাঈম (সংগঠক-বাংলাদেশ নারী লেখক সোসাইটি), তানিম হায়াত খান রাজিত (সুরকার ও সরোদশিল্পী), মিনা মাশরাফী (প্রাবন্ধিক), আজিম উদ্দিন রুবেল (সমাজসেবক), আহকাম উল্লাহ্ (আবৃত্তিশিল্পী), ফারজানা করিম (সিনিয়র সংবাদ উপস্থাপক-একাত্তর টিভি), নাদিরা ইসলাম নাইস (কণ্ঠশিল্পী), ডা: নাজিয়া শারমিন লিন্ডা (উদ্যোক্তা-কারুছোঁয়া), সোহেল মল্লিক (শিশুসাহিত্যিক), কে এম আব্দুল মোমিন (প্রাবন্ধিক, অনুবাদক), বতুল রহমান (সমাজসেবক-মোজাহার হোসেন ফাউন্ডেশন), বীর মুক্তিযোদ্ধা মোঃ আল মাহমুদ মামুন (অভিনেতা), মোহাম্মদ বদরুদ্দোজা (কবি), লুৎফর রহমান চৌধুরী (কবি), শিরিন সুলতানা (কবি), দিল আফরোজ আমিন (ছাদবাগান-ঢাকা), মনোয়ারা মনি (সমাজসেবক-জরিপ মালেকা ফাউন্ডেশন), সৈয়দ রনো (সম্পাদক, দৈনিক অন্যধারা), তাহেরা খাতুন (সমাজসেবক), নুরুন্নাহার শিরীন (কবি, কথাসাহিত্যিক), অসীম ঘোষ (গীতিকার), রাজীব উদাস (কার্যনির্বাহী পরিচালক, রিবন্ডিং বাংলা), কোহিনুর বেগম (শিক্ষাবিদ), সালমা সুলতানা (আবৃত্তিশিল্পী), শারমিন চৌধুরী লিপি (নৃত্যশিল্পী), সোনিয়া তাসনিম খান (কথাসাহিত্যিক), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম খান (মুক্তিযোদ্ধা), হাবিবা লাবনী (সভাপতি, মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদ), মোঃ আব্দুল হামিদ সরকার (ঔপন্যাসিক), সৌমিত্র দেব (সম্পাদক, রেডটাইমস), সাজেদা হেলেন (সংগঠক, নব আলো সাহিত্য সংহতি), মাসুমা টফি একা (আবৃত্তিশিল্পী), নুরুন্নাহার মুন্নি (কবি, সংগঠক, চর্যাপদ সাহিত্য একাডেমি)।
রেজাউদ্দিন স্টালিন (বরেণ্য কবি), আতিয়ার রহমান (কবি), শাহীন রেজা (বরেণ্য কবি), মো: আজিজুল হক (কথাসাহিত্যিক), জেসমিন দীপা (সংগঠক), শারমিন ইসলাম শুক্তি (উদ্যোক্তা), জয়া বার্লিন (শ্রেষ্ঠ সংগঠক), আসমা খানম (শিক্ষাবিদ), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (সমাজ সেবক), শাহনাজ পারভীন মিতা (কবি), মেহবুবা হক রুমা (অনুষ্ঠান সঞ্চালক), আনহার সমশাদ (সংগঠক, জালালাবাদ সাংবাদিক সমিতি, ঢাকা) প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন