জিবিনিউজ24ডেস্ক//
রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমের প্রথম হারের বিস্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানের এই হারের ফলে লিগের শীর্ষেও ফেরা হলো না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। এক দিন আগে আলমেরিয়াকে হারানো বার্সেলোনা রয়ে গেল লিগের চূড়ায়।
প্রতিপক্ষের মাঠে রিয়াল খেলতে নেমেছিল কারিম বেনজেমা আর টনি ক্রুসকে ছাড়া। বেনজেমা এখনো চোট থেকে সেরে ওঠেননি, আর ক্রুস খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে।
তাদের ছাড়া খেলতে নামা রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের ৫ মিনিটেই। সান্তি কমেসানার গোলের জবাব দিতে রিয়াল সময় নিয়েছে প্রায় ৩২ মিনিট। ম্যাচেরে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে লুকা মদ্রিচ করেন গোলটি।
এর মিনিট চারেক পর যখন কর্নার থেকে এডার মিলিতাও করলেন গোল, তখন মনে করা হচ্ছিল ম্যাচটা বুঝি বেরই করে ফেলেছে দলটি। তবে বিরতির আগেই সে ভাবনায় ব্যত্যয় ঘটায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে সমতায় ফেরে রায়ো।
বিরতির আগে রায়োর কাছে কোণঠাসা রিয়াল বিরতির পরেও বদলে যায়নি। ৬৪ মিনিটে হজম করে বসে গোল। বক্সে থাকা দানি কারভাহালের হাতে বল লাগে, ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
অস্কার ত্রেখোর সেই পেনাল্টিটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন থিবো কোর্তোয়া। তবে রিপ্লেতে দেখা যায়, পেনাল্টিটা যখন নেওয়া হচ্ছে, তখন গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছেন কোর্তোয়া, পেছন থেকে দানি কারভাহালও এগিয়ে বক্সে ঢুকে পড়েন, ফলে সিদ্ধান্ত আসে আবারও পেনাল্টি নেওয়ার। সেবার আর কোনো ভুলচুক নয়, গোল পেয়ে যান ত্রেখো।
রিয়াল পিছিয়ে পড়েও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং ম্যাচের অন্তিম সময়ে গোলের সুযোগ বানিয়েছিল স্বাগতিকরাই। শেষ মুহূর্তে দূর পাল্লার ফ্রি কিকটা কোনোক্রমে ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। যার ফলে রায়োকে সন্তুষ্ট থাকতে হয় ৩-২ গোলের জয় নিয়েই। মৌসুমের প্রথম হারের কবলে পড়ে রিয়াল।
এই হারের ফলে রিয়াল শীর্ষে ফিরতে ব্যর্থ হয়েছে। ১৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩২ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সা সমান ম্যাচে জিতেছে ৩৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে আরও একটি লিগ ম্যাচ খেলতে হবে দল দুটিকে। আগামী ১১ নভেম্বর কাদিজের বিপক্ষে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচটা খেলবে রিয়াল, আজ রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন