অবশেষে বিয়ের ঘোষণা দিলেন কাজল আগরওয়াল

 জিবিনিউজ 24 ডেস্ক //

অবশেষে বিয়ের ঘোষণা দিলেন তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে কাজল আগরওয়াল লিখেছেন, তিনি আনন্দের সঙ্গে জানাচ্ছেন, ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে গৌতম কিচলুর সঙ্গে ছোট পরিসরে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই মহামারি তাঁদের আনন্দ সংকুচিত করবে। তবে তাঁরা একসঙ্গে জীবন শুরু করতে পেরে আনন্দিত।

 

গেল আগস্টে বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটি বদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি।

তবে লক্ষ্মী মাচুর শোতে কাজল বলেছিলেন, ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করছেন। আর তা হতে পারে পারিবারিকভাবে। কাজল আরো বলেছিলেন, তিনি এমন কাউকে স্বামী হিসেবে চান, যিনি যত্নবান ও আধ্যাত্মিকতায় উদ্ভাসিত। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি ও প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন