বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ||
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম। এ মেলাতে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন করা হয়েছে।
অপরদিকে, বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন সহ আরো অনেকেই।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লা, উপজেলা একাডেমী কর্মকর্তা শাহনাজ বেগম প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আপামর জনসাধরন উপস্থিত ছিলেন।
উক্ত মেলায় ২৪টি স্টল বসে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ষ্ট্রেশন, ইউনিয়ন পরিষদ, বিদ্যুৎ বিভাগসহ অন্যান্য সেক্টর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলাকে ঘীরে স্থানীয়দের মধ্যে উৎসব মূখর পরিবেশ বেশ লক্ষনীয় ছিল।
পরে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন