জিবিনিউজ24ডেস্ক//
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন দীপিকা পাডুকোন। ছোট্ট ভিডিওটিতে দেখা যায় দীপিকার মুখের ওপর রোদ এসে পড়ছে। তখনই লেখা উঠছে- এবার পূর্ব দিকে তাকানোর সময় এসেছে।
দীপিকার এই ভিডিও যত না আলোচনায় এসেছে, তার চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিডিওর নীচে লেখা একটি মন্তব্য।
ভিডিওর লেখাটির সঙ্গে মিল রেখে রণবীর লিখেছেন, এ বার আমাকে একটা চুমু খাওয়ার সময় এসেছে।
তবে দীপিকা তার এই ভিডিও নিয়ে কিছু স্পষ্ট করেননি। কেউ জানতে চেয়েছেন, পূর্ব দিকে তাকাতে বলছো কেন? এটা কি তোমার নতুন ছবির নাম? আবার কারও ব্যাখ্যা, দীপিকা হয়তো কোনো পোশাক আশাকের ব্র্যান্ড খুলতে চলেছেন।
তবে এ সব ছাপিয়ে রণবীরের বক্তব্য নিয়েই বেশি কথা হচ্ছে। দীপিকার প্রতি তার ভালোবাসার কথা বরাবর গলা বাজিয়েই বলে এসেছেন রণবীর। তবে ভক্তদের প্রশ্ন সর্ব সমক্ষে স্ত্রীর কাছে আদর খেতে চেয়ে কি একটু মাত্রা ছাড়ালেন রণবীর? যদিও ভক্তদের একাংশ মনে করছে ভালোবাসলে এভাবেই বলা উচিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন