জিবিনিউজ24ডেস্ক//
যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মাহি।
সম্প্রতি শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন ওঠে হালের ক্রেজ মাহিকে ঘিরে। গুঞ্জনের মধ্যেই মার্কিন ভিসা পেলেন এই অভিনেত্রী।
দেশের অনেক তারকা-অভিনেত্রী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে আপাতত মাহির সে ধরনের কোনো ইচ্ছে নেই বলে জানান। স্রেফ ঘুরতে যাওয়ার জন্যই তার এ ভিসা প্রাপ্তি।
মাহি বলেন, “দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। অবশেষে ভিসাটা হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি শিগগিরই ‘স্ট্যাচু অব লিবার্টি’র দেশে দারুণ একটি ভ্রমণ হবে।”
উল্লেখ্য, বাংলাদেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন