জিবিনিউজ24ডেস্ক//
দিনের পর দিন কটু কথা শুনে যেতে হচ্ছে। তিনি নাকি বিজয় দেবেরাকোন্ডার প্রেমিকা! ইনস্টাগ্রামে ছোটবেলার ছবি দিলেও সরাসরি ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয় রাশমিকা মান্দানাকে। তিনি হট প্যান্ট পরলেও বিদ্রুপ করা হচ্ছে, আবার শাড়ি পরলেও। কেন সবাই বিরূপ ‘পুষ্পা’ অভিনেত্রীর প্রতি?
নেটদুনিয়ায় চোখ রেখে ভেঙে পড়েছিলেন রাশমিকা। তা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে ভালোবাসা জানালেন অনুরাগীদের, যারা সব কিছুর মধ্যেও পাশে ছিলেন অভিনেত্রীর।
রাশমিকা লেখেন, ‘ভালোবাসা জানাই তাদের সকলকে, যাদের কাছে এর দাম রয়েছে। অনেক মেসেজ পেয়েছি, যাতে আপনারা আমার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পড়ে মনের জোর পেয়েছি। আমার ভেতরে উষ্ণতার সঞ্চার করেছে। আমার কাছে এ অনেকখানি।’ নিজের একটি ছবি দিয়ে এত দিনে একটি ইতিবাচক সকাল শুরু করেন অভিনেত্রী। যা দেখে শুভেচ্ছা জানান অনুরাগীরাও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন