সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
প্রখ্যাত আলেমে দ্বীন,হাফেজে কুরআন,ফোকারা,মরমী কবি,সুফি সাধক হযরত শাহ জহুরুল হক মোবারকী আল-ক্বাদরী (রঃ) -এর তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরশ মোবারক জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর বকশি বাজার খানকাহ্ ফকির জহুর আল কাদরীর গদ্দীনশীন ছোটে হুজুর নামে খ্যাত বিশিষ্ট সুফি স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মানবতাকর্মী, সমাজসেবক, মোবারকী গ্রুপের প্রেসিডেন্ট হযরত শাহ্ সাঈদ আনওয়ার মোবারকী ক্বাদরী আশরাফির সার্বিক তত্বাবধানে তিনদিন ব্যাপী মহাপবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে আজিমপুর নতুন কবরস্থানে অবস্থিত হযরত শাহ জহুরুল হক মোবারকী আল-ক্বাদরী (রঃ) -এর মাজার শরীফে ফুল ও চাদর পুশি, ফাতিহাখানি, নাতে রাসুল (সাঃ) পরিবেশন, মিলাদ শরীফ ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ওরশ মোবারক। আগামীকাল রবিবার দুপুরে সমগ্র মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরশ মোবারক।
এই মহাপবিত্র ওরশ মোবারকে সারাদেশ থেকে দেশ বরেণ্য ব্যক্তিবর্গ , বিশিষ্ট আলেমগন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আশেকে আউলিয়া, ভক্ত ও মুরিদানবৃন্দ যোগদান করেন।
উল্লেখ্য, হযরত শাহ জহুরুল হক মোবারকী আল-ক্বাদরী (রঃ) ছিলেন একজন বিশিষ্ট সুফি সাধক ও কবি-সাহিত্যিক। তিনি শিশুকাল থেকেই উর্দু, ফার্সি ও আরবি ভাষায় শিক্ষা লাভ করেন এবং সেসময় থেকে তিনি মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে সুন্দর সুন্দর অসংখ্য নাত শরীফ, গজল লিখেছেন। উর্দু , ফার্সি ও আরবি ভাষায় অগণিত কবিতা লিখে তিনি অনেক প্রশংসা পেয়েছেন। তিনি শুধু লিখেই ক্ষান্ত ছিলেন না বিভিন্ন আসরে নিজের লেখা হামদ, নাত, গজলও পরিবেশন করতেন। মাত্র ১২ বছর বয়সে তাঁর রচিত প্রথম মরমী কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। তৎকালীন ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে কবি আল্লামা ইকবালের একটি নাত আবৃত্তি করেছিলেন। ১৯৪৮ সনে যখন কায়েদ -এ- আযাম মোঃ আলী জিন্নাহ ঢাকায় আসেন, তখন ঢাকার রেসকোর্স ময়দানে বত্তৃতার আগে একটি নাত আবৃত্তিও করেছিলেন। তাঁর সমুধুর কন্ঠস্বরের জন্য তাঁকে ‘বুলবুল-বাঙ্গাল’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।
তাঁর গজলের প্রথম অনুবাদ কবি আসাদ চৌধুরীর ‘বাড়ির কাছে আরশিনগর’ নামক বইতে ছাপা হয়েছিল। বাড়ির কাছে আরশিনগর’ সূত্র অনুযায়ী বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর সম্ভবত এদেশের প্রথম কাব্যগ্রন্থ জহুরুল হক মোবারকী রচিত ‘ গজলামে হারাম’ আজো মুসলিম সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন