স্টাফ রিপোর্টা ||
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিয়ারচর পাঁচগাও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদে বিরোধী দলের হুইপ ও সুনামগঞ্জ -০৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।শুক্রবার বিকালে ভবনটির উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তিনি। এসময় পীর মিসবাহ্ এমপি বলেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি কাজ করব। জরাজীর্ণ টিন শেড ভবন দেখে বলেছিলাম এই বিদ্যালয়ে আমি পাকা ভবন বরাদ্দ দেব।আমি আমার কথা রেখেছি। ১ টি ৩ তলা ভবন আরেক টি ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন করে দিয়েছি।এই দুটি ভবন নির্মাণ করতে প্রায় ৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে।এই বিদ্যালয়ই নয় শুধু আমার সময়ে বিশ্বম্ভরপুরের প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় আধুনিক ভবন করা হয়েছে। আমার সময়েই বিশ্বম্ভরপুরের শিক্ষা অবকাঠামো আধুনিকায়ন করেছি।সবচেয়ে বেশি শিক্ষা অবকাঠামোর উন্নয়ন আমিই করেছি।সেটি করতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের ভালবাসা ও সহযোগিতায়।আপনারা যে শিক্ষাপীঠে যাবেন দেখবেন সেখানে নতুন ভবন করা হয়েছে।পীর মিসবাহ্ এমপি বলেন শুধু শিক্ষা অবকাঠামোই না সড়ক যোগাযোগেও আমার সময়েই সবচেয়ে বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি।আপনাদের এই বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে অনেক গুলো রাস্তা আমি পাকা করণ করেছি। যার সুফল সাধারণ মানুষেরা পাচ্ছেন। শক্তিয়ারখলা - বসন্ত পুর রাস্তা পাকা করণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।আরো কয়েকটি রাস্তার কাজ চলমান রয়েছে। তিনি বলেন আমরা বিশ্বম্ভরপুর উপজেলাতে বেশকিছু সৌন্দর্য্য বর্ধনের কাজ করেছি যার মধ্যে হাওর বিলাস পাহাড় বিলাস সহ পলাশ বাজারে চত্বর নির্মান ও ওয়াকওয়ে নির্মাণের ফলে সারাদেশ থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন। হাওরের এই উপজেলাকে আমি আমার সময়েই একটি উন্নত উপজেলাতে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছি।বিশ্বম্ভরপুরে সবচেয়ে বেশি পাকা রাস্তা আমার সময়েই বাস্তবায়ন করা হয়েছে।তিনি বলেন আমি কাজে বিশ্বাস করি। আমি যে কথা দেই সেই কথা আমি রাখি।উন্নয়নের ব্যাপারে আপনাদের সাথে আমি যে কথা দিয়েছিলাম আমি সেই অনুযায়ী কাজ করছি।আগামীদিনেও আমি আপনাদের সেবক হয়েই আপনাদের পাশে থাকতে চাই।আমি সাহেব নয় আপনাদের সেবক। আপনাদের কর্মী হয়েই এই এলাকার পরিবর্তনে আমি কাজ করছি।পীর মিসবাহ্ বলেন স্কুল কলেজ মাদ্রাসায় আধুনিক ভবন করে দিয়েছি এর সঠিক ব্যবহার নিশ্চিত তখনই হবে যখন আমাদের ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে। সন্তানেরা শিক্ষিত হলেই আমরা প্রকৃত পক্ষে আলোকিত হব।এসময় তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের অনুরোধ জানান।দক্ষিণ বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকরামুল হোসেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর উপ সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল কাদির বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সিনিয়র নেতা ডাঃ চাঁন মিয়া ও হাবিলদার( অবঃ)মোর্শেদ মিয়া বাদাঘাট দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ আহমদ সাবেক মেম্বার আব্দুস ছাত্তার ও মহরম আলী যুবলীগ নেতা আঃ গণি ও শহিদ মিয়া প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন।পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলআমিন ও পবিত্র গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা তপু রানী দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন জাপা নেতা আব্দুল কদ্দুস লক্ষণশ্রী ইউপি সদস্য ও জাপা নেতা মহিনুর রহমান ফতেপুর ইউপি জাপার সভাপতি শিব্বির আহমদ জাপা নেতা মনসুর নুর চৌধুরী পলাশ ইউপি সদস্য স্বপন কুমার পাল ও মনিরুজ্জামান মনির জাপা নেতা হোসেন আহমদ আব্দুস সামাদ বুলবুল আহমদ প্রমূখ!
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন