জিবি নিউজ ।।
অনির্বাণ স্পোর্টিং ক্লাব আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠিত হয় উক্ত সম্বর্ধনা সভাপতি করেন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক উজ্জল কুমার ধর
যুক্তরাজ্য সেইন্ট আলবান্সের লন্ডন কলোনি প্যারিস কাউন্সিলার ২য় বারে মত নির্বাচিত হওয়া জনাব মোহাম্মদ মর্তুজা মিয়া ও ইউকে প্রবাসী জনাব আবু ওয়ালেদ কে অনির্বাণ স্পোর্টিং ক্লাব বাউরভাগ পক্ষ হতে সম্বর্ধনা দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন মনুমূখ ইউপি ৬নঃ ওয়াডের সদস্য জনাব আব্দুর রহমান,৮নঃ ওয়াডের সদস্য ক্লাবের সহ সভাপতি শাহ ইমরান সাজু, ক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ, রিপন মিয়া, রকিব আলী,কামরুল হাসান, ওয়াসিম,জাকারিয়া,ফজলু মিয়া,জাহিদ,সুমন,জুনেদ,অপু,নজরুল ইসলাম,সুলতান,ইয়াকুব,হিমাংশ,তুহিন, গাজী ইমন,নাইম হাসান,শফিক,উজ্জল,মুকাদ্দির,আজমল, জাকারিয়া, সহ এলাকার মুরব্বিয়ান উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালন করেন অনির্বাণ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক গাজি আবেদ
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন