জিবিনিউজ24ডেস্ক//
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই দেশটিতে আসতে শুরু করেছে। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছেছে কাতার। এছাড়া কাতারে পৌঁছেছেন আর্জেন্টিনা ও জাপানের কোচিং স্টাফসহ দলের কয়েকজন কর্মকর্তা।
রোববার পৌঁছার কথা রয়েছে মরক্কোর। ১৪ নভেম্বর চারটি দল দোহায় পৌঁছানোর কথা। এই চারটি দল হচ্ছে তিউনিসিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড। মেসির আর্জেন্টিনা দোহায় পৌঁছাবে ১৬ নভেম্বর। নেইমারের ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ১৯ তারিখ পৌঁছানোর কথা।
কাতার নিউজ এজেন্সির মতে, সবার শেষে আসা চার দলের মধ্যে রয়েছে ক্যামেরুন, পর্তুগাল, সার্বিয়া, উরুগুয়ে ও ব্রাজিল। এই চার দলেরই ১৯ নভেম্বর পৌঁছানোর কথা। অস্ট্রেলিয়া দলের আগমনের কোনো নির্দিষ্ট তারিখ এখনও পাওয়া যায়নি।
কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর দোহায় আগমনের সূচি
১০ নভেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্র
১৩ নভেম্বর: মরক্কো
১৪ নভেম্বর: তিউনিসিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড
১৫ নভেম্বর: ডেনমার্ক, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইকুয়েডর
১৬ নভেম্বর: সেনেগাল, ওয়েলস, ফ্রান্স, আর্জেন্টিনা
১৭ নভেম্বর: সৌদি আরব, জার্মানি, কানাডা, পোল্যান্ড, মেক্সিকো
১৮ নভেম্বর: বেলজিয়াম, স্পেন, জাপান, ক্রোয়েশিয়া, ঘানা, কোস্টারিকা
১৯ নভেম্বর: ক্যামেরুন, পর্তুগাল, সার্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন