বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান? হাতে পুতুল ধরিয়ে কী ইঙ্গিত সালমানের?

জিবিনিউজ24ডেস্ক//  

বরুণ ধাওয়ান-কৃতি শ্যানন এখন ব্যস্ত সময় পার করছেন তাদের নতুন সিনেমা ‘ভেড়িয়া’র প্রচারণায়। ‘বিগ বস ১৬’-র মঞ্চে এসেও সিনেমার প্রচার করেছেন এই তারকা জুটি। 

তবে সঞ্চালক সালমান খান যখন প্রপ হিসাবে বরুণের হাতে একটা পুতুল তুলে দিলেন তখনই জল্পনা শুরু। বরুণের হাতে পুতুল তুলে দিয়ে সালমান তাকে বলেন, এটা বাচ্চার জন্য। 

আর এতেই গুঞ্জন শুরু- তাহলে কি বাবা হতে চলেছেন বরুণ? 

হাতে পুতুল নিয়ে বরুণ জবাব দেন সালমানকে- আমার এখনও বাচ্চা হয়নি। সালমান আবার মজা করে বলেন, যদি খেলনা আসে, বাচ্চাও তাড়াতাড়ি ঘরে আসবে। 

বলিউডের ‘ভাইজান’ কি তা হলে আগাম সুখবরের ইঙ্গিত দিয়ে রাখলেন ছোটপর্দায়?  

২০২১ সালের জানুয়ারি মাসে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বরুণ। 

‘ভেড়িয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ নভেম্বর। ভৌতিক কমেডিতে বরুণ আর কৃতি থাকছেন মূল ভূমিকায়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন