‘বাউলিয়ানা’ চ্যাম্পিয়ন হলেন শফিউল বাদশা

জিবিনিউজ24ডেস্ক//  

লোক গানের সংগীত প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরের বিজয়ী হয়েছেন ঢাকার শলিউল বাদশা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন নেত্রকোণার ফকির চান এবং তৃতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য্য।

এছাড়াও বাকি সেরা ৬-এ আছেন জামালপুরের সাইফুল ইসলাম, কুষ্টিয়ার অর্পা খন্দকার চাঁদনী এবং জয়পুরহাটের ঐশী রাণী দৃষ্টি। প্রথম স্থান অর্জনকারী শফিউল বাদশা পেয়েছেন ৫ লাখ টাকা টাকা। ২য় ও ৩য় স্থান অর্জনকারী যথাক্রমে পেয়েছেন যথাক্রমে ৩ ও ২ লাখ টাকা।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর বলরুমে আয়োজন করা হয় এই রিয়েলিটি শোর ঝলমলে গ্র্যান্ড ফিনালের। সেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রায় ৭ মাস ধরে চলতে থাকা প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছিলেন সারাদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন লোকগানের শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।

ভবিষ্যৎ প্রজন্মের সাথে বাউল গানের সংযোগ আরো দৃঢ় করতে আর্কাইভ হিসেবে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশেষ অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব অপারেশনস জনাব মালিক মোহাম্মদ সাঈদ এবং বইটির গবেষক ও সম্পাদক, বাংলা একাডেমি’র উপপরিচালক জনাব তপন বাগচী।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সেরা ৬ প্রতিযোগীর সাথে গান পরিবেশন করেন বরেণ্য অভিনেতা ও গায়ক চঞ্চল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়াকম, সান কমিউনিকেশনস ও স্কয়ার গ্রুপ-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হয় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন