মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-করোনা সংক্রমণে মৃতদের অভিনব উপায়ে স্মরণ করা হলো আমেরিকায়। গত ৪ অক্টোবর রোববার হোয়াইট হাউসের উল্টো দিকের প্রাঙ্গণে ২০ হাজার ফাঁকা চেয়ার রেখে তাদের স্মরণ করা হয়। ওই দিনটি জাতীয় স্মরণ দিবস হিসেবে পালন করা হয়। কোভিড-১৯ থেকে যেসব ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন এবং করোনায় মৃতদের আত্মীয়-পরিজনদের নিয়ে গঠিত সংগঠন ‘কোভিড সারভাইভার্স ফর চেঞ্জ’-এর উদ্যোগে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হিসাব বলছে, আমেরিকায় করোনা সংক্রমণে ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখের বেশি মানুষ। ফাঁকা চেয়ার রেখে কোভিডে মৃত ব্যক্তিদের স্মরণ পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হোয়াইট হাউসের উল্টো দিকে এলিপ্স পার্কে ৫২ একর জমির ওপর এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাদের নিকটাত্মীয় ও পরিজন করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন, তারা ওই দিন এলিপ্স পার্কে হাজির হয়েছিলেন। ন্যাশনাল কোভিড রিমেম্বারনেস ওয়েবসাইটে বলা হয়েছে, করোনায় মৃতদের স্মরণ-সম্মানের উদ্যোগ আমেরিকাকে ঐক্যবদ্ধ করবে। এই উদ্যোগে শামিল হয়ে নেতাদের কিছু করার জন্যও আবেদন জানানো হয়েছে। সংঠগনের অন্যতম প্রতিষ্ঠাতা ক্রিস কোচার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এমন একটি স্মরণ অনুষ্ঠান করতে চেয়েছি, যা কিনা কোভিডে স্বজনহারাদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন