‘মহামারি তহবিল’ গঠন করল জি২০

জিবিনিউজ24ডেস্ক//  

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা মহামারির ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে ‘মহামারি তহবিল’ নামের একটি বিশেষ তহবিল গঠন করেছে বিশ্বের শিল্পোন্নত ও বড় অর্থনীতির দেশগুলোর জোট জি২০। প্রাথমিক ভাবে এ তহবিলে জমা পড়েছে ১৪০ কোটি ডলার।

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে শুরু হয়েছে জি২০ সম্মেলন। রোবাবর জোটের সদস্যরাষ্ট্রগুলোর স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের বৈঠক ছিল। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ তহবিল গঠন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদোর ভাষ্য, করোনার মতো বৈশ্বিক কোনো মহামারিকে ঠেকাতে তহবিলের এই পরিমাণ অর্থ যথেষ্ট নয়। অর্থের পরিমাণ আরও বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্বব্যাংকের সহায়তাও প্রত্যাশা করেছেন তিনি। 

রোববার এক ভিডিওবার্তায় ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উদ্দেশে উইদাদো বলেন, ‘করোনা মহামারির মতো যে কোনো বৈশ্বিক মহামারি ভবিষ্যতে আঘাত হানতে পারে। সম্ভাব্য সেই দুর্যোগ মোকাবিলা করা এবং এ সংক্রান্ত প্রস্তুতির ব্যয় মেটাতেই তহবিলটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে জি২০ জোটের সদস্যরাষ্ট্রগুলো, জি২০’র বাইরের বিভিন্ন রাষ্ট্র, বেশ কিছু আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান মহামারি তহবিলে অর্থ প্রদান করেছে; কিন্তু এই অর্থ যথেষ্ট নয়।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মতে,করোনা মহামারির মতো কোনো দুর্যোগ যদি ভবিষ্যতে আঘাত হানে— সেক্ষেত্রে তা মোকাবিলায় অন্তত ৩ হাজার ১০০ কোটি ডলার মহামারি তহবিলে থাকা প্রয়োজন।

এ সম্পর্কে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘মহামারি বা এ জাতীয় দুর্যোগে জনগণকে দুশ্চিন্তামুক্ত রাখা আমাদের দায়িত্ব। করোনা মহামারিতে যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে…. আমরা কেউই চাই না ভবিষ্যতে মহামারির কারণে প্রাণহানি হোক, কিংবা আমাদের অর্থনীতি ছিন্নভিন্ন হয়ে যাক।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ তহবিলে যুক্তরাষ্ট্র দান করেছে ৪৫ কোটি ডলার। অর্থাৎ এই মুহূর্তে তহবিলে যত অর্থ রয়েছে, তার প্রায় এক তৃতীয়াংশই দিয়েছে যুক্তরাষ্ট্র।

মহামারি তহবিল গঠনকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘আমি খুবই গর্বিত যে এমন একটি তহবিল আমরা গঠন করতে পেরেছি। জি২০ যে স্বাস্থ্য নিরাপত্তাহীনতাসহ বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলা করার চ্যালেঞ্জ নিতে পারে, এই তহবিল তার একটি প্রমাণ।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন