মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চার সপ্তাহ আগেই ৪০ লাখের বেশি মার্কিনি ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের মধ্যকার প্রতিযোগিতায় রেকর্ড পরিমাণ ভোট পড়ার আশা করা হচ্ছে। ইউনাইটেড স্টেটস ইলেকশন প্রজেক্ট জানিয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ৫০ গুণ বেশি আগাম ভোট পড়েছে। ওই বছর এ সময় পর্যন্ত ভোট পড়েছিল মাত্র ৭৫ হাজার। প্রজেক্টের ব্যবস্থাপক ইউনিভার্সিটি অব ফ্লোরিডার মাইকেল ম্যাকডোনাল্ড জানান, এই ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। আগাম ভোট এবং ডাকযোগে এত ভোটার ভোট দেবেন তা আগে কখনো দেখা যায়নি। ম্যাকডোনাল্ড জানান, এবার ১৫ কোটি মানুষ ভোট দিতে পারেন, যা হবে রেকর্ড। ১৯০৮ সালের পর এত মানুষ ভোট দেননি যুক্তরাষ্ট্রে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন