মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার পর প্রকাশ পাচ্ছে নানা চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে। তথ্যটি হচ্ছে, ট্রাম্পের দাদাও মহামারিতে আক্রান্ত হয়েছিলেন। এমনকি তার মৃত্যুও হয়েছিল মহামারিতেই। সেটি ছিল স্প্যানিশ ফ্লু মহামারি। ডোনাল্ড ট্র্যাম্পের দাদার নাম ছিল ফ্রেডরিক ট্রাম্প। তিনি ১৯১৮ সালে মহামারি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হন। ওই সময় স্প্যানিশ ফ্লুতে বিশ্বে ৫০ কোটি মানুষ আক্রান্ত হন এবং প্রাণ হারান প্রায় ৫ কোটি মানুষ। স্প্যানিশ ফ্লুকে ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। জানা গেছে, স্প্যানিশ ফ্লুতে সবচেয়ে বেশি মানুষ মারা যান যুক্তরাষ্ট্রেই। সেই সময়ও এ ভাইরাসের সঙ্গে লড়তে অনেকটাই দেরি করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এবারও করোনা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ। ট্রাম্পের দাদা ফ্রেডরিক ট্রাম্পের জন্ম ১৮৬৯ সালে। তিনি ছিলেন একজন জার্মান-আমেরিকান ব্যবসায়ী। তিনি মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৮৯২ সালে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। পরে স্প্যানিশ ফ্লুতে মারা যান। ২ অক্টোবর করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ফার্স্ট লেডি মেলানিয়াও একই দিন আক্রান্ত হন। ট্রাম্প এই মহামারিকে গুরুত্ব দেননি। তিনি এটিকে সাধারণ ফ্লু বলে উল্লেখ করতেন। অথচ ট্রাম্প কি জানেন তার উত্তরসূরির মৃত্যু ফ্লুতেই হয়েছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন