ওসমানীনগরে চেয়ারম্যান গোলাম কিবরিয়ার মতবিনিময়

ওসমানীনগর প্রতিনিধি ||

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়ার সাথে মতবিনিময় করেছেন উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া। বুধবার দুপুরে উমরপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জাম চৌধুরী।

ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ায় সভাপতিত্বে ও সচিব মারতি নন্দন ধামের পরিচালনায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বায়িত্ব গ্রহনের পর ওসমানীনগর উপজেলাকে নান্দনিক উপজেলায় রূপান্তর করতে এবং উপজেলা পরিষদের সকল কার্যক্রম সুষ্ট ভাবে পরিচালনার জন্য ইউনিয়ন চেয়ারম্যানসহ উপস্থিত সকলের সহযোগীতা কমনা করেন। এসময় ওসমানীনগর উপজেলার উন্নয়নে উমরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগীতা প্রদানের আস্বাস প্রদান করেন ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিপি শামীমের হাতে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা তুলে দিয়েছেন। এই উপজেলার সর্বস্থরের জনগন প্রধানমন্ত্রীর সিন্ধান্তকে স্বাগত জানিয়ে ভোট দিয়ে ভিপি শামীমকে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে একজন দক্ষ বিচক্ষণ ব্যাক্তি আনা মিয়াকে নির্বাচিত করেছেন তাই ওসমানীনগরের জনগনের উন্নয়নে ভিপি শামীম ও আনা মিয়া সব সময় মাঠে কাজ করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা আখদ্দছ আলী, ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, নেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনা বেগম, আওয়ামীলীগ নেতা সৈয়দ নেছার আলী,সাবকে ইউপি সদস্য রোকন আহমদ,বর্তমান ইউপি সদস্য লেবু মিয়া, শহীদ আলী, মাসুদ আহমদ, মুকিদ মিয়া, মাখফুজুল হক আখলু, আব্দুস ছালিক, জেসমিন বেগম, হুসনা বেগম, আবিদা বেগম, উমরপুর ইউনিয় আওয়ামীলীগের সহ-সভাপতি নেছার আলী, সহিদ মিয়া,সমাজসেবক আনছার মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক মিয়া, যুবলীগ নেতা নানু মিয়া, রাজু আহমদ,বাবুল মিয়া,এনামুল হক, রাসেল আহমদ, শাহ আলম, দুদু মিয়া, আমির খান, শাহীন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুমান আহমদ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, রায়হান আহমদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন