জামাল খান || জিবি নিউজ ||
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির এই দির্ঘ পথ চলায় যাহা অর্জন হয়েছে সেটা চেয়ে বা তদবির করে আসেনি ।
রাজনীতির প্রতি আন্তরিকতা, সততা, দলের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততাই এটি অর্জন হয়েছে।
লন্ডন সফরত সাবেক ভিপি আসাদ উদ্দিন আহমদের সাথে প্রাক্তণ ছাত্রলীগ যুক্তরাজ্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন ৷ সাবেক ভিপি আসাদ উদ্দিন, প্রবাসী ও বিভিন্ন মহলের দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোয়ন নিয়ে নির্বাচন করতে চাই ৷
তিনি বলেন আমি আশাবাদি দল এবং নেত্ আমার প্রতি আস্থা রাখবেন ।
আশির দশকের ছাত্রনেতা সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দীনকে নিয়ে যুক্তরাজ্য প্রাক্তন ছাত্রলীগের মত বিনিময় সভা –
গত ১৫ই নভেম্বর সন্ধ্যা ৭টায় ইষ্ট লন্ডনের কলিংউড সেন্টারে অনুষ্ঠিত হয়।
লেখক গবেষক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আলীমুজ্জামান ও জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্টিত মত বিনিময় সভায় পবিত্র কোরান তেলোওয়াত করেন মৌলানা কুতুব উদ্দীন।
সংবর্ধিত অতিথি জনাব আসাদ উদ্দীনের সাথে যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন – ৬৯এর গন অভ্যুত্থানের অন্যতম নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলাম লস্কর, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাউন্সিলর ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান চৌধুরী মিতা, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আফজাল হোসেন সিদ্দিক মিয়া, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হোসেন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী নেতা আহমদ ফকর কামাল এম সি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি হিত্রো আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামিম আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাইস্তা মিয়া, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক ছাত্রনেতা লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য বাসদের আহবায়ক গয়াছুর রহমান গায়াস, সাবেক ছাত্রনেতা নিউহাম আওয়ামী লীগে সভাপতি মোবারক আলী, সাবেক ছাত্রনেতা কেম্ব্রিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকসুদ রহমান, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য জলিল চৌধুরী, সাবেক পুলিশ অফিসার আহবাব মিয়া, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য যুবলীগ নেতা আব্দুল বাছির, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমা রহমান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী নেত্রী রাহেলা শেখ, কবি ও সাহিত্যিক নাজরাতুন নাইম নাজু, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামিম, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন