নবীগঞ্জে নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বিতরণ

লবুল আহমেদ, নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি ||
সিলেট বিভাগে বিগত দিনে ভয়াবহ বন্যায় মানুষের ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়হীন হয়ে পড়েন শত শত মানুষ। এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে পাশে দাঁড়ায় নবীগঞ্জের ইনাতগঞ্জ নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশন। তারা বিগত বন্যায় ক্ষতিগ্রস্থয় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৪নং দীঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, কসবা,
ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর, প্রজাতপুর, মোস্তফাপুর গ্রামের বৃদ্ধ অসহায় প্রায় দু' শতাধীক মানুষকে জনপ্রতি ৫ হাজার করে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। 

এ অর্থ বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। এতে বিশেষ অতিথি নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স নর্থ ইষ্ট রিজিয়নের সভাপতি মাহতাব মিয়া, রিজিয়নের সাধারণ সম্পাদক আবুল বশর, এসিসট্যান্ট হুমায়ুন চৌধুরী, ইমজা সিলেট সভাপতি ও চ্যানেল এস ইউকে চীফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল সহ আরো অনেকেই। 

উল্লেখ্য যে, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষে ইতিমধ্যে সিলেট বিভাগের কয়েকটি উপজেলায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে প্রায় ৪০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন