জিবিনিউজ24ডেস্ক//
রাশিয়ার অধিকৃত খেরসন অঞ্চলের কিছু অংশ ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করার পর গত তিন দিন ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে গোলবর্ষণ করে যাচ্ছে রুশ বাহিনী।
বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় একটি গ্যাসক্ষেত্র এবং মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রো’র সমরাস্ত্র প্রস্তুত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা।
ইউক্রেনের কিছু অঞ্চলে ইতোমধ্যে শীতকালীন তুষারপাত শুরু হয়েছে। চলতি নভেম্বরের শুরু থেকে রুশ সেনারা দেশটির বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ফলে লোকজন নিজেদের ঘর গরম রাখতে পারছেন না।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যমিহাল বিবিসিকে বলেন, বৃহস্পতিবার দিনিপ্রোর পিভদেনমাশ কারখানাসহ শহরজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওই শহরের ২৩ জন আহত হয়েছেন।
ইউক্রেনের সরকারি প্রশাসনের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, দিনিপ্রোর নিকটবর্তী শহর নিকোপোলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার দিনজুড়ে ৭০টিরও অধিক ক্ষেপণাস্ত্র সেখানে পড়েছে- উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ পরিকাঠামো ওই হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
বর্তমানে নিকোপোলের হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ ও পানিশূন্য অবস্থায় আছে।
একই দিন দেশটির পূর্বাঞ্চলীয় একটি গ্যাসক্ষেত্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিবিসিকে নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস উত্তোলন ও বিতরণকারী প্রতিষ্ঠান নাফতোগেজ।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ওডেসা ও খারকিভ অঞ্চলের আরও কয়েকটি অবকাঠামোতেও আঘাত করেছে রুশ ক্ষেপণাস্ত্র। ওই হামলায় দুই শহরে তিনজন করে মোট ছয়জন আহত হন।
রাজধানী কিয়েভে স্থানীয় সময় সকাল ৮টার দিকে ক্ষেপণাস্ত্রের সতর্কতা হিসেবে সাইরেন বাজতে শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে বিবিসি। মোবাইলে দেশজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার সতর্কবার্তাও আসে।
এদিন ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি দুটি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেন ইউক্রেনের কর্মকর্তারা।
গত মঙ্গলবার থেকে রাশিয়া ইউক্রেনে নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন