ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল আশিদ আলী

gbn

সম্মানজনক ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদআলী। শিক্ষা ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় আশিদ আলীকে এ সম্মাননা প্রদান করা হয়। গত ১৫ নভেম্বরমঙ্গলবার লন্ডনের গিল্ডহলে সম্মাননাটি তুলে দেন ক্লার্ক টু দ্য চ্যাম্বারলেইন।

বিভিন্ন ক্ষেত্রে যারা অসাধারণ অবদান রেখে আসছেন, তাদেরকেই এ সম্মান দেওয়া হয়।

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আশিদ আলী বলেন, এটি আমার স্কুলের শিক্ষার্থী ওস্টাফদের অনুপ্রানিত করবে। এই সম্মাননা শিক্ষাক্ষেত্রে আরও অধিক কাজ করতে আমাকে উৎসাহিত করবে।

এ সম্মানজনক পুরস্কার ব্রিটেনের রাজ পরিবারের ১১ জন সদস্য পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন, প্রিন্স জর্জ-ডিউকঅব ক্যামব্রিজ, প্রিন্সেস ডায়না, প্রিন্স চার্লস-প্রিন্স অব ওয়েলস, প্রিন্স এ্যাডওয়ার্ড-আর্ল অব ওয়াসেক্স প্রমুখ। উচ্চ মর্যাদার এপুরস্কার ব্রিটেনের বর্তমান রানী এলিজাবেথ দ্বিতীয় এবং তার মা এলিজাবেথ প্রথম, দুজনই পেয়েছেন। তাছাড়া ব্রিটিশপ্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, মার্গারেট থ্যাচারসহ ডিউক অব ওয়েলিংটন, নেলসন ম্যান্ডেলা, জওহর লাল নেহেরু, আর্চ বিশপঅব ক্যান্টারবেরি, জাতিসংঘের প্রাক্তন মহসচিব কফি আনানও পেয়েছেন এ পুরস্কার।

এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ভাইস প্রিন্সিপাল আশরাফ খান, চেয়ার অব গভর্নরস এন্ড্রু ডাউসেট, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেককাউন্সিলার মাহবুব আলম মামুন ও লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির স্টাফ মুহি মিকদাদসহ স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী।

সিলেটের নবীগঞ্জের সুসন্তান আশিদ আলী বেড়ে উঠেছেন নর্থ ইংল্যান্ডের ওল্ডহামে। গত ২০ বছর ধরে তিনি লন্ডনের শিক্ষকতাকরছেন। এর আগে ২০১৪ সাল পর্যন্ত ফরেস্ট গেইট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। এর পর থেকে দায়িত্ব পালনকরছেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। তার সঠিক নেতৃত্বে এগিয়ে সাফল্য ও সুনামের সাথে এগিয়ে যাচ্ছেলন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। শিক্ষা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া ক্ষেত্রে তিনি বিশেষ ভুমিকা রেখে যাচ্ছেন তরুনবয়স থেকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন