সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে মেলায় বিভিন্ন দপ্তরের ৬০টি স্টল অংশগ্রহণ করেছে। তার মধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছে সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস। কারণ মেলায় বসা সকল স্টলের মধ্য তাদের স্টলে রয়েছে ভিন্নতা। শনিবার শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে মেলায় গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি স্টলের সামনে ছোট থেকে বড় সবাই ভিড় জমিয়েছেন। এবং স্টলের ভিতরে থেকে সহকারী কমিশনার ভূমি সদর শফিউল মাজলুবিন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মো.নূর আলী, সার্ভেয়ার আনোয়ার হোসেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো.কামাল হোসেন সাধারণ মানুষকে তাৎক্ষণিক নামজারী আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর প্রদান, যাবতীয় ভূমি সংক্রান্ত তথ্য সবাইকে ভালো করে জানিয়ে দিচ্ছেন। এবং সবাইকে বুজানোর পর সকলের হাতে একটি গোলাপ, চকলেট ও খাওয়ার প্যাকেট তুলে দিচ্ছেন। সেই সাথে ভূমি সংক্রান্ত একটি কাগজ তাদের হাতে দিচ্ছেন যাতে বাসায় নিয়ে অন্যকে তারা সহজেই বুঝাতে পারে। উপজেলা মক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মজিদ বলেন, সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস খুব সুন্দর ভাবে ডিজিটাল মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সব কিছু বুজাচ্ছেন। সেই সাথে সকলকে উপহারও হাতে তুলে দিচ্ছেন। মেলার মাধ্যমে যারা ভূমি সংক্রান্ত নানা জটিলতায় পরে তাদের জন্য অনেক সুবিধা হলো।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সদর শফিউল মাজলুবিন বলেন, ডিজিটাল মেলায় সহজে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিষয়ে বুজাতে আমরা নানা রকমের পদক্ষেপ হাতে নিয়েছি। তিনি বলেন, এই ডিজিটাল মেলায় আমরা তাৎক্ষণিক নামজারী আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর প্রদান সহ সাধারণ মানুষকে সেবা প্রদান করে যাচ্ছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন